75 Views
বেদের মেয়ে জোসনা’ হল তোজাম্মেল হক বকুল পরিচালিত ১৯৮৯ সালের বাংলাদেশী চলচ্চিত্র। এতে নাম ভূমিকায় অভিনয় করেন অঞ্জু ঘোষ এবং তার বিপরীতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন ইলিয়াস কাঞ্চন। এটি বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের সর্বোচ্চ ব্যবসাসফল ছায়াছবি। চলচ্চিত্রটির সফলতার ধারাবাহিকতায় ভারতের পশ্চিমবঙ্গেও পুননির্মাণ করে মুক্তি দেওয়া হয়। মূল ভূমিকায় অভিনয় করেন অঞ্জু ঘোষ এবং চিরঞ্জীত।
পরিচালক: তোজাম্মেল হক বকুল
প্রযোজক: আব্বাস উল্লাহ শিকদার
রচয়িতা: তোজাম্মেল হক বকুল
শ্রেষ্ঠাংশে: ইলিয়াস কাঞ্চন, অঞ্জু ঘোষ
চিত্রগ্রাহক: জাকির হোসেন
সম্পাদক: ফজলে হক
পরিবেশক: আনন্দমেলা চলচ্চিত্র
মুক্তি: ৯ জুন ১৯৮৯
Language : Bangla
Label : G Series