33 Views
ছোট থেকেই কার্টুন দেখে বড় হওয়া আর কার্টুন নিয়ে কাজ করার বিষয়টা হঠ্যাৎ যেন কোন ভাবনা চিন্তা ছাড়াই। মনে হয়েছিল হ্যাঁ এটা নিয়ে কাজ করা যায়। ভাবা মাত্রই শুরু করেছি।
এই ভিডিওতে যা দেখানোর চেষ্টা করেছি তা আমার ছোটবেলার একটি ছোট্ট ঘটনা মাত্র। আমি রাতে চুপ করে বিস্কুট, চকলেট খেতাম আর এভাবেই আমার দাঁত নষ্ট হয়েছিল অজান্তেই তবে এখন সেগুলো ঠিক করেনিয়েছি। ?
আমাকে সাহয্য করেছে আমার প্রাণের বান্ধবী পম্পি আর আমার ভাতিজি আয়ুশী। ❤️