124 Views
বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মান্না অভিনিত আধুনিক চিন্তা ধারা সম্পন্ন সায়েন্স ফিক্সান এক সিনেমা। যেখানে একজন ব্যর্থ বিজ্ঞানী অনেক কষ্টে খুঁজে পায় তার সফলতা। মানুষকে যন্ত্র আর মেডিসিনের সাহায্যে
বানানো যাবে মেশিন ম্যান। তবে মেশিন বানানোর চেষ্টাও ব্যর্থ হতে থাকে বারবার। অবশেষে তার সফলতা বাচিয়ে নেয় একজন পুলিশ অফিসারের জীবন। সেই পুলিশ অফিসার হয়ে ওঠে এই গল্পের হিরো। আর
অপরদিকে অভিজাত একজন ব্যক্তি সেই বিজ্ঞানীর গবেষণার অসৎ ব্যবহারের মাধ্যমে নিজেকে বানিয়ে ফেলে বায়নিকম্যান। সারা পৃথিবীতে সে রাজত্ব করতে চায়। অন্যায় অত্যাচার শুরু করে সাধারন মানুষের
উপর।
বন্ধুরা আজ আমরা শুনব জনপ্রিয় অভিনেতা মান্নার মেশিনম্যান সিনেমার গল্প। প্রতিনিয়ত মজার মজার গল্প শুনতে এখনি সাবস্ক্রাইব করো চারিদিকে গল্প আমার চ্যানেলটিকে।